দারিদ্র্য দহন শিব স্তোত্র (মহর্ষি বশিষ্ঠ কৃত)

দরিদ্র দহন শিব স্তোত্র



॥ দারিদ্র্য দহন শিবস্তোত্রম্ ॥


বিশ্বেশ্বরায় নরকার্ণব তারণায়
কর্ণামৃতায় শশিশেখরধারণায় ।
কর্পূরকান্তিধবলায় জটাধরায়
দারিদ্র্য দুঃখদহনায় নমঃ শিবায় ॥ ১॥

গৌরীপ্রিয়ায় রজনীশকলাধরায়
কালান্তকায় ভুজগাধিপকঙ্কণায় ।
গঙ্গাধরায় গজরাজবিমর্দনায়
দারিদ্র্য দুঃখদহনায় নমঃ শিবায় ॥ ২॥

ভক্তিপ্রিয়ায় ভবরোগভয়াপহায়
উগ্রায় দুর্গভবসাগরতারণায় ।
জ্যোতির্ময়ায় গুণনামসুনৃত্যকায়
দারিদ্র্য দুঃখদহনায় নমঃ শিবায় ॥ ৩॥

চর্মম্বরায় শবভস্মবিলেপনায়
ভালেক্ষণায় মণিকুণ্ডলমণ্ডিতায় ।
মঞ্জীরপাদযুগলায় জটাধরায়
দারিদ্র্য দুঃখদহনায় নমঃ শিবায় ॥ ৪॥

পঞ্চাননায় ফণিরাজবিভূষণায়
হেমাংশুকায় ভুবনত্রয়মণ্ডিতায় ।
আনন্দভূমিবরদায় তমোময়ায়
দারিদ্র দুঃখদহনায় নমঃ শিবায় ॥ ৫॥

ভানুপ্রিয়ায় ভবসাগরতারণায়
কালান্তকায় কমলাসনপূজিতায় ।
নেত্রত্রয়ায় শুভলক্ষণ লক্ষিতায়
দারিদ্র্য দুঃখদহনায় নমঃ শিবায় ॥ ৬॥

রামপ্রিয়ায় রঘুনাথবরপ্রদায়
নাগপ্রিয়ায় নরকার্ণবতারণায় ।
পুণ্যেষু পুণ্যভরিতায় সুরার্চিতায়
দারিদ্র্য দুঃখদহনায় নমঃ শিবায় ॥ ৭॥

মুক্তেশ্বরায় ফলদায় গণেশ্বরায়
গীতপ্রিয়ায় বৃষভেশ্বরবাহনায় ।
মাতঙ্গচর্মবসনায় মহেশ্বরায়
দারিদ্র্য দুঃখদহনায় নমঃ শিবায় ॥ ৮॥
বসিষ্ঠেন কৃতং স্তোত্রং সর্বরোগনিবারণং ।
সর্বসম্পৎকরং শীঘ্রং পুত্রপৌত্রাদিবর্ধনম্ ।
ত্রিসংধ্যং যঃ পঠেন্ নিত্যং স হি স্বর্গমবাপ্নুয়াৎ ॥ ৯॥

ইতি শ্রীবসিষ্ঠবিরচিতং দারিদ্র্যদহনশিবস্তোত্রং সম্পূর্ণম্
___________________________________________________

অর্থ —
আসমুদ্র চরাচর বিশ্ব-ব্রহ্মাণ্ডের ধারণ কর্তা প্রভু বিশ্বেশ্বর, যিনি আমাদের নরক রুপী সংসার সাগর হতে উদ্ধার করেন, যার অমৃত নাম শ্রবণে আমাদের কর্ণ সর্বদা লালায়িত থাকে, আপন মস্তকে চন্দ্রকে ধারণ করে যিনি চন্দ্রশেখর।
শ্বেত শুভ্র কর্পূরের ন্যায় দেহ কান্তি ও জটাধারী, সেই দারিদ্র্য রূপী দুঃখকে দহনকারী প্রভু পরমেশ্বর সদাশিব কে আমি নমন করি।। ১।।
মাতা গৌরীর পরম প্রিয়, চন্দ্রকলা ধারণকারী, যিনি কালের ও অন্ত রুপী কাল , যিনি গলে আভূষণ রূপে নাগরাজকে ধারণ করেন, যিনি আপন মস্তকে গঙ্গাকে ধারণ করেন।
গজরাজ কে বিমর্দনকারী‌ সেই দারিদ্র্য রূপী দুঃখকে দহনকারী প্রভু পরমেশ্বর সদাশিব কে আমি নমন করি।। ২।।
যিনি ভক্তের ভক্তিতে প্রসন্ন হন, ভব-সংসার রুপী রোগ এবং ভীতি বিনাশকারী, উগ্র রূপ ধারী সংহারকর্তা, এই দুর্গম ভবসাগর তারণকারী।
যিনি পরম জ্যোতি স্বরূপ, গুনময় সুন্দর নৃত্যকারী সেই দারিদ্র্য রূপী দুঃখকে দহনকারী প্রভু পরমেশ্বর সদাশিব কে আমার প্রণাম।। ৩।।
ব্যাঘ্র চর্ম পরিহিত, চিতা ভষ্ম লেপন কারী, ত্রিনেত্রধারী, মণি মাণ্যিকের আভূষণে সুসজ্জিত।
নুপুরে সুশোভিত চরণ যুগল, জটাধারী সেই দারিদ্র্য রূপী দুঃখকে দহনকারী প্রভু পরমেশ্বর সদাশিব কে আমি নমন করি।।৪।।
পঞ্চবক্ত্র, নাগ আভূষণে সুশোভিত, স্বর্ণের ন্যায় উদ্ভাসিত যার দীপ্তি, ত্রিলোক পূজিত।আনন্দভূমি (কাশী) কে বর প্রদান করেন যিনি, সৃষ্টি কে সংহার করার জন্য যিনি তম গুন ধারণ করেন, সেই দারিদ্র্য রূপী দুঃখকে দহনকারী প্রভু পরমেশ্বর সদাশিব কে আমি নমন করি।। ৫।।
সূর্যের অত্যন্ত প্রিয়, ভবসাগর উদ্ধারকারী, কালের ও মহাকাল, কমলাসন (ব্রহ্মা) দ্বারা বন্দিত।
ত্রিনেত্র ধারী, শুভ লক্ষণ যুক্ত, সেই দারিদ্র্য রূপী দুঃখকে দহনকারী প্রভু পরমেশ্বর সদাশিব কে আমি নমন করি ।। ৬ ।।
শ্রীরামের পরম মিত্র, রঘুনাথকে বর প্রদানকারী, নাগেদের অত্যন্ত প্রিয়, ভব সাগর রুপী নরক থেকে তারণ কর্তা।
বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম পুন্য, দেবগন দ্বারা সুপূজিত সেই দারিদ্র্য রূপী দুঃখকে দহনকারী প্রভু পরমেশ্বর সদাশিব কে আমি নমন করি ।। ৭ ।।
মুক্তিদাতা পরমেশ্বর, পুরুষার্থ চতুষ্টয়রূপ ফল প্রদানকারী, প্রথম পূজ্য গণেশের অধিপতি, স্তুতি/গীত প্রিয়, বৃষভ বাহন যুক্ত।
গজচর্ম আভূষণ রূপে ধারণ কারী তিনি মহাদেব, সেই দারিদ্র্য রূপী দুঃখকে দহনকারী প্রভু পরমেশ্বর সদাশিব কে আমি নমন করি ।। ৮ ।।
সমস্ত রোগ বিনাশকারী তথা শীঘ্র সর্ব সম্পদ প্রদানকারী এবং পুত্র-পৌত্রদি তথা বংশ-পরম্পরা বিবর্ধনকারী, ঋষি বশিষ্ঠ দ্বারা বিরচিত এই স্তোত্র যে ভক্ত নিত্য ত্রিসন্ধ্যা পাঠ করেন, সে অন্তিমে নিশ্চিত স্বর্গ লোক প্রাপ্ত হন ।।৯ ।।
🙏🙏🙏 নমঃ শিবায় 🙏🙏🙏
🙏🙏🙏 নমঃ শিবায়ৈ 🙏🙏🙏
✍️ লেখনীতে:- সোমনাথ শৈব জী
🚩🚩🚩 প্রচারে:- International Shiva Shakti Gyan Tirtha 🚩🚩🚩
[ 🔴 কেউ কপি করতে চাইলে কোনোরূপ কাটছাট না করে পুরো পোস্টটাকেই কপি করতে হবে। কপিকৃত পোস্টে লেখকের নাম ও মূল পেজ/গ্রুপের নাম থাকাটা বাধ্যতামূলক। ]

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ