হরে কৃষ্ণ নাকি ॐ নমঃ শিবায় — আলাপ করবার সময়ে কোনটি বলা উচিত ?
হরে কৃষ্ণ নাকি ॐ নমঃ শিবায় — আলাপ করবার সময়ে কোনটি বলা উচিত ❓জানুন শাস্ত্রের নির্দেশ 👇
রুদ্রাক্ষধারণং কুর্যাদ্ রুদ্রো রুদ্রাক্ষধারণাৎ ।
প্রতিবন্ধকবাহুল্যাল্লজ্যা নিত্যং প্রজায়তে ॥১৬
আলপ্য চ শ্রুতে চৈব তথাঽভক্ষ্যস্য ভক্ষণে ।
অদৃশ্যদর্শনাদৌ চ জপেৎপ্রাজ্ঞঃ ষড়ক্ষরম্ ॥১৭
ষড়ক্ষরাণি বর্তন্তে জিহ্বাগ্রে যস্য সন্ততম্ ।
সম্ভাষণাদিকং তেন কুর্যাদেবাবিচারতঃ ॥১৮
[তথ্যসূত্র : স্কন্দমহাপুরাণ/সূতসংহিতা/যজ্ঞবৈভবখণ্ড/পূর্বভাগ/অধ্যায় ১৬]
অর্থ — রুদ্রাক্ষ ধারণ করা উচিত। রুদ্রাক্ষ ধারণ করবার ফলে সাধক স্বয়ং রুদ্র স্বরূপ হয়ে যান। অত্যাধিক প্রতিবন্ধকরূপী অজ্ঞব্যক্তি হলে তবেই রুদ্রাক্ষ ধারণে মানুষের লজ্জা আসতে পারে, যাদের মধ্যে প্রকৃত বুদ্ধি আছে তারা লজ্জা পান না ॥১৬
কারো সাথে আলাপ তথা কথাবার্তা বলবার আরম্ভ ও অন্ত মুহূর্তে, হাঁচি আসলে, ভুলবশত কিছু অপকারী অভক্ষ্যনীয় বস্তু খেয়ে ফেললে, দেখবার অযোগ্য অশোভনীয় কোনো কিছু দর্শন করলে তথা অন্য যেকোনো মুহূর্তে ষড়ক্ষর (ॐ নমঃ শিবায়) মহামন্ত্র জপ করে নেওয়া উচিত ॥১৭
যার মুখ থেকে সদা সর্বদা ষড়ক্ষর মন্ত্র উচ্চারিত হয়, নিঃসংকোচে তার সাথে বার্তালাপ করা উচিত ॥১৮
সিদ্ধান্ত — যেহেতু হরে কৃষ্ণ শব্দটিকে আলাপ করবার সময়ে ব্যবহার করবার নির্দেশ শাস্ত্র দেয়নি, সুতরাং নির্দিষ্ট ভাবে যে সমস্ত বৈষ্ণবেরা হরে কৃষ্ণ বলে কথোপকথন শুরু করে ও সমাপ্ত করে, তাদের এই কার্য শাস্ত্র বিরুদ্ধ কার্য। শাস্ত্র ॐ নমঃ শিবায় মহামন্ত্রকে আলাপের সময় ব্যবহার করতে নির্দেশ দিয়েছে , সুতরাং সর্বদা এই মহামন্ত্র ব্যবহার করা উচিত ।
শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩
হর হর মহাদেব 🚩
© শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী
কপিরাইট ও প্রচারে — International Shiva Shakti Gyan Tirtha - ISSGT
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন