পুরশ্চরণ জপ কী?

 


জপেদক্ষরলক্ষং বৈ চতুর্গুণিতমাদরাৎ‌ । 

নক্তাশী সংযমী যশ্চ পৌরশ্চরণিকঃ স্মৃতঃ ॥৯৯॥

পুরশ্চরণজাপী বা অপি বা নিয্যজাপকঃ ।

অচিরাৎসিদ্ধিকাঙক্ষী তু তযোরন্যতরো ভবেৎ ॥১০০॥

যঃ পুরশ্চরণং কৃত্বা নিত্যজাপী ভবেন্নরঃ।

তস্য নাস্তি সমো লোকে সব সিদ্ধিঃ সিদ্ধিদো বশী ॥১০০১॥


[তথ্যসূত্র - লিঙ্গমহাপুরাণ/পূর্বভাগ/ অধ্যায় নং ৮৫]


অর্থ —

নক্তব্রত করতে থেকে যিনি শ্রদ্ধাপূর্বক মন্ত্রের অক্ষরসংখ্যার চার লক্ষ গুণ জপ করেন , তাকে পুরশ্চরণকর্তা বলা হয়। পুরশ্চরণ জপ করা অথবা নিত্য জপ করা ব্যক্তি শীঘ্র সিদ্ধি প্রাপ্ত করেন। দুটোর মধ্যে একটি অবশ্য‌ই করা উচিত।

যে মনুষ্য পুরশ্চরণ করে নিত্য জপ করেন, তার সমান জগতে আর কেউ নেই, সেই ব্যক্তি সিদ্ধ, সিদ্ধিদাতা তথা জিতেন্দ্রিয় হয়ে যান।


সংগ্ৰহে ও লেখনীতে - নমিতা রায় দেবীজী 



🚩কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ