অধর্ম হলে ধার্মিক ব্যক্তির ক্রোধ করা অনুচিত নয়
তপস্যদ্ভিঃ সদা কার্য্যঃ কোপত্যাগঃ ফলান্বিতঃ ।
ধর্মহানির্ন সোঢ়ব্যা তৎকোপো হি তপঃ পরমঃ ॥ ৭২
(তথ্যসূত্র : স্কন্দমহাপুরাণ/মাহেশ্বরখণ্ড/অরুণাচল মাহাত্ম্য/পূর্বার্দ্ধ/১০ অধ্যায়/৭২নং শ্লোক)
অর্থ — তপস্বীদের সর্বদাই ক্রোধ পরিত্যাগ করা উচিত, কিন্তু ধর্মের হানি হলে কখনোই তা সহ্য করা উচিত নয়, ধর্মহানী হলে, ধর্ম রক্ষার জন্য যে কোপ করা হয় তা ‘শ্রেষ্ঠ তপস্যা’ বলে জানা উচিত।
ব্যাখ্যা : ধর্ম যেহেতু কল্যাণের মার্গ তাই তার নিন্দা হলে ক্রোধ করা ধার্মিকতারই লক্ষণ বলে জানা উচিত। কিন্তু যে বিকারজাত ক্রোধে উন্নতির বদলে অবনতি হয় সেই ক্রোধ সর্বদা পরিত্যাজ্য ।
সংগ্রহে : শ্রী নন্দীনাথ শৈব আচার্য
কপিরাইট ও প্রচারে — International Shiva Shakti Gyan Tirtha - ISSGT
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন