শ্রী স্বর্ণাকর্ষণ ভৈরব স্তোত্র (রুদ্রযামল তন্ত্রোক্ত)



॥ ॐ নমঃ শিবায় ॥

 

ভূমিকা —

শ্রী স্বর্ণাকর্ষণ ভৈরব স্তোত্র হল ধন-সম্পত্তি বিষয়ক সমস্যার সমাধান থেকে উদ্ধারকারী । 

অতি চমৎকারী মহাশক্তি সম্পন্ন এই স্তোত্র নিয়মিত বিধি মেনে পাঠ করলে রুদ্রাবতার প্রভু স্বর্ণাকর্ষণ ভৈরব জী কৃপা করে আর্থিক সমস্যা থেকে শিবভক্ত কে উদ্ধার করে দেন ও  ধনীও করে দিতে পারেন।

উমালোকের মণিদ্বীপে স্থিত সকল ধন-রত্নের ভাণ্ডারের কোষাধ্যক্ষ হলেন - প্রভু স্বর্ণাকর্ষণ ভৈরব জী ।

তাকে প্রসন্ন করতে পারলে শিব ভক্তের সকল অভাব দূর হয়ে যায়। বিষ্ণুপত্নি শ্রীলক্ষ্মী দেবী ও যক্ষরাজ কুবের পর্যন্ত এই স্বর্ণা‌কর্ষ‌ণ প্রভুর কাছে ধন-রত্ন ভিক্ষা করে নিজেদের পরিপূর্ণ করতে সক্ষম হয়েছেন। 

তাই যার উপর প্রভু স্বর্ণাকর্ষণ ভৈরবের কৃপা হয় তার আর কোনো দারিদ্রতা থাকে না, কারণ সেই শিবভক্তের কাছে  শ্রীলক্ষ্মী দেবী ও যক্ষরাজ কুবের থেকে যেতে বাধ্য হন।

স্তোত্রের তথ্যসূত্র — রুদ্র যামল তন্ত্র

এই স্তোত্রে অধিকার ঃ গুরুভক্ত, পরমেশ্বর শিবের ভক্ত, দেবদেবীর ভক্তি পরায়ণ, দুঃখী ব্যক্তি ও অনুতপ্ত ব্যক্তিগণ এই স্তোত্র পাঠ করবার জন্য অধিকারী। এইধরনের ব্যক্তিদের ছাড়া লোভী স্বার্থপর হিংসুক ও অধার্মিক ব্যক্তি এই স্তোত্র পাঠ করবেন না, নচেৎ এর ফল বিপরীত হবে, শাপ লাগবে ।

এই স্তোত্র পাঠের সময় ঃ এই স্তোত্র যদিও সপ্তাহের যে কোনো বার যে, কোনো সময় পাঠ করা যেতে পারে, তবে মঙ্গলবার ও শনিবার সন্ধ্যাবেলা বা রাতে পাঠ করলে অথবা সারা সপ্তাহে যে কোনো দিন সূর্য অস্ত চলে যাওয়ার পর সন্ধ্যাবেলা বা রাতে পাঠ করলে অধিক ফল লাভ হয়।


॥ শ্রী স্বর্ণাকর্ষণ ভৈরব স্তোত্রের বিনিয়োগ  ॥


ॐ অস্য শ্রীস্বর্ণাকর্ষণ ভৈরব স্তোত্রস্য ব্রহ্মা ঋষিঃ

অনুষ্টুপ্ ছন্দঃ, 

শ্রীস্বর্ণাকর্ষণ ভৈরব দেবতা,

হ্রীং বীজং,

ক্লীং শক্তি,

সঃ কীলকম্,

মম সর্ব কাম সিদ্ধয়র্থে পাঠ বিনিয়োগঃ ।


॥ শ্রী স্বর্ণাকর্ষণ ভৈরব ধ্যান ॥


মন্দারদ্রুম মূলভাজি বিজিতে রত্নাসনে সংস্থিতে ।

দিব্যং চারুণ চঞ্চুকাধর রুচা দেব্যা কৃতালিঙ্গনঃ ॥

ভক্তেভ্যঃ কর রত্ন পাত্র ভরিতং স্বর্ণ দধানো ভৃশম্ ।

স্বর্ণাকর্ষণ ভৈরবো ভবতু মে স্বর্গাপবর্গ প্রদঃ ॥

ॐ স্বর্ণাকর্ষণ ভৈরবায় নমঃ 

ॐ নমঃ শিবায় 


॥ শ্রী স্বর্ণাকর্ষণ ভৈরব স্তোত্র ॥


ॐ নমস্তে অস্তু ভৈরবায় , ব্রহ্ম-বিষ্ণু-শিবাত্মনে ॥ ১

নমঃ ত্রৈলোক্য-বন্দ্যায়, বরদায় পরাত্মনে ।


রত্ন সিংহাসনস্থায়, দিব্যাভরণ-শোভিনে ॥ ২

দিব্যমাল্যবিভূষায় নমস্তে দিব্যমূর্তয়ে ।

নমস্তে অনেক হস্তায়, হ্যনেক শিরসে নমঃ ।

নমস্তে অনেক নেত্রায়, অনেক বিভবে নমঃ ॥ ৩


নমস্তে অনেক কন্ঠায়,  অনেকাংসায় তে নমঃ ।

নমো অস্ত্বনেক ঐশ্বর্যায়, অনেক দিব্য তেজসে ॥ ৪


অনেক আয়ুধ যুক্তায়, অনেক সুর সেবিনে।

অনেক গুণ যুক্তায়, মহাদেবায় তে নমঃ ॥ ৫


নমো দারিদ্র কালায় মহাসম্পদ প্রদায়িনে ।

শ্রী ভৈরবী সংযুক্তায় ত্রিলোকীশায় তে নমঃ ॥ ৬


দিগম্বর ! নমস্তুভ্যাং দিগীশায় নমো নমঃ ।

নমো অস্তু দৈত্য কালায়, পাপ কালায় তে নমঃ ॥ ৭


সর্বজ্ঞায় নমস্তুভ্যং নমস্তে দিব্য চক্ষুষে ।

অজিতায় নমস্তুভ্যং জিতামিত্রায় তে নমঃ ॥ ৮


নমস্তে রুদ্র-পুত্রায় গণনাথায় তে নমঃ ।

নমস্তে বীরবীরায় মহাবীরায় তে নমঃ ॥ ৯


নমোঽস্ত্বনন্ত বীর্যায় মহাঘোরায় তে নমঃ ।

নমস্তে ঘোরঘোরায় বিশ্ব ঘোরায় তে নমঃ ॥ ১০


নমঃ উগ্রায় শান্তায় ভক্তানাং শান্তিদায়িনে ।

গুরবে সর্বলোকানাং নমঃ প্রণবরূপিণে ॥ ১১


নমস্তে বাগ্‌ ভবাখ্যায় দীর্ঘকামায় তে নমঃ ।

নমস্তে কামরাজায় য়োষিৎকামায় তে নমঃ ॥ ১২


দীর্ঘমায়া স্বরূপায় মহামায়াপতে নমঃ ।

সৃষ্টি মায়া স্বরূপায় বিসর্গসমমায়িনে ॥ ১৩


রুদ্রলোকে সুপূজ্যায় আপদুদ্ধারণায় চ ।

নমো যামলবদ্ধায় সুবর্ণাকর্ষণায় তে ॥ ১৪


নমো নমো ভৈরবায় মহাদারিদ্রনাশিনে ।

উন্মূলনে কর্মঠায় অলক্ষ্ম্যাঃ সর্বদা নমঃ ॥ ১৫


নমো লোকত্রয়েশায় স্বানন্দনিহিতায় তে ।

নমঃ শ্রীবীজরূপায় সর্বকামপ্রদায়িনে ॥ ১৬


নমো মহাভৈরবায় শ্রীভৈরব নমো নমঃ ।

ধনাধ্যক্ষ ! নমস্তুভ্যং শরণ্যায় নমো নমঃ ॥ ১৭


নমঃ প্রসন্নরূপায় আদিদেবায় তে নমঃ ।

নমস্তে মন্ত্ররূপায় নমস্তে রত্ন রূপিণে ॥ ১৮


নমস্তে স্বর্ণরূপায় সুবর্ণায় নমো নমঃ ।

নমঃ সুবর্ণবর্ণায় মহাপুণ্যায় তে নমঃ ॥ ১৯


নমস্তে শুদ্ধায় বুদ্ধায় নমঃ সংসার তারিণে ।

নমো দেবায় গুহ্যায় প্রবলায় নমো নমঃ ॥ ২০


নমস্তে বলরূপায় পরেষাং বলনাশিনে ।

নমস্তে স্বর্ণ সংস্থায় নমো ভূর্লোকবাসিনে ॥ ২১


নমঃ পাতালবাসায় অনাধারায় তে নমঃ ।

নমো নমঃ স্তবন্ত্রায় অনন্তায় নমো নমঃ ॥ ২২


দ্বিভুজায় নমস্তুভ্যং ভুজ ত্রয় সুশোভিনে ।

নমোন অণিমাদি সিদ্ধায় স্বর্ণহস্তায় তে নমঃ ॥ ২৩


পূর্ণচন্দ্রপ্রতীকাশ বদনাম্ভোজ শোভিনে ।

নমস্তে স্বর্ণরূপায় স্বর্ণালংকার শোভিনে ॥ ২৪


নমঃ স্বর্ণাকর্ষণায় স্বর্ণাভায় নমো নমঃ ।

নমস্তে স্বর্ণকণ্ঠায় স্বর্ণাভ অম্বর ধারিণে ॥ ২৫


স্বর্ণসিংহাসনস্থায় স্বর্ণপাদায় তে নমঃ ।

নমঃ স্বর্ণাভপার্শ্ব‌ায় স্বর্ণকাঞ্চী সুশোভিনে ॥ ২৬


নমস্তে স্বর্ণজঙ্ঘায় ভক্ত কাম দুঘাত্মনে ।

নমস্তে স্বর্ণভক্তানাং কল্পবৃক্ষস্বরূপিণে ॥ ২৭


চিন্তামণিস্বরূপায় নমো ব্রহ্মাদিসেবিনে ।

কল্পদ্রুমাধঃ সংস্থায় বহু স্বর্ণপ্রদায়িনে ॥ ২৮


ভয় কালায় ভক্তানাং সর্বাভীষ্টপ্রদায়িনে ।

নমো হেমাকর্ষণাখ্য ভৈরবায় নমো নমঃ ॥ ২৯


স্তবেনানেন সন্তুষ্টো ভব লোকেশ ভৈরব !

পশ্য মাং করুণাবিষ্টঃ শরণাগতবৎসল !

শ্রীভৈরব ধনাধ্যক্ষ শরণং ত্বাং ভজাম্যহম্ ।

প্রসীদ সকলান্ কামান্ প্রয়চ্ছ মম সর্বদা ॥ ৩০

ॐ স্বর্ণাকর্ষণ ভৈরবায় নমঃ 

ॐ নমঃ শিবায় 

ॐ নমঃ শিবায় 

ॐ নমঃ শিবায় 


ইতি রুদ্র যামল তন্ত্রে উমা-মহেশ্বর সংবাদে স্বর্ণা‌কর্ষ‌ণ ভৈরব স্তোত্রম্ সম্পূর্ণম্ ।

[রুদ্র যামল তন্ত্র/১১-৪১ শ্লোক]



[বিশেষ কথা ঃ এই স্তোত্র পাঠ করে আপনি পূর্ণ ফল পাবেন কি না তা আপনার বিশ্বাস, আস্থা, ভক্তিভাব, সমর্পণের উপর নির্ভরশীল। আপনি যদি এই জন্মে বা পূর্বজন্মে কোনো খারাপ কর্ম করে থাকেন, তার ফলে আপনি এই স্তোত্র পাঠ করেও আশানুরূপ ফল নাও পেতে পারেন। তবে কর্মফল ভোগের পর আগে যদি এই স্তোত্র পাঠ করে থাকেন তবে তার সম্পূর্ণ পুন্যফল মানুষ অবশ্যই প্রাপ্ত করবেন।]


শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩

ॐ নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব 🚩


সংগ্রহে — শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী 

কপিরাইট ও প্রচারে — International Shiva Shakti Gyan Tirtha - ISSGT


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ