চন্দ্রশেখর অষ্টকম্ (শিবরহস্য মহা ইতিহাস শাস্ত্রোক্ত)



ভূমিকা ঃ

 মৃকণ্ড ঋষি ও মরুদবতীর পুত্র হলেন  ঋষি মার্কণ্ডেয় । তাদের কোনো সন্তান ছিল না, তাই তারা পরমেশ্বর শিবের উপাসনা করেন। পরমেশ্বর শিব সন্তুষ্ট হয়ে  দুটি বিকল্প দেন, প্রথম - একটি বুদ্ধিমান পুত্র, যার আয়ু স্বল্প (মাত্র ১৬ বছর), শেষ বিকল্প - একজন সাধারণ বুদ্ধির সন্তান, যার আয়ু দীর্ঘ।

মৃকণ্ড ঋষি প্রথম বিকল্পটি বেছে নেন  এবং জন্ম হয় মার্কণ্ডেয়র। মার্কণ্ডেয় ছোটবেলা থেকেই শিবের কঠোর উপাসনায় রত ছিলেন। যখন তাঁর ১৬ বছর পূর্ণ হয়ে যায়, তখন যমরাজ (মৃত্যুর দেবতা) তাঁকে নিতে আসেন। কিন্তু মার্কণ্ডেয় তখন শিবলিঙ্গ জড়িয়ে পরমেশ্বর শিবের স্তব করেন । এই অবস্থায় যমরাজ তাঁর উপর কাল পাঁশের দড়ি  ছুড়ে মেরে মার্কণ্ডেয় কে বেঁধে টানতে আরম্ভ করেন ।

এই মুহূর্তে ভক্ত মার্কণ্ডেয় কে রক্ষা করবার জন্য পরমেশ্বর শিব স্বয়ং আবির্ভূত হন, কাল পাঁশের দড়ি ছিন্ন করে দিয়ে যমকে রোধ করেন ও বলেন, আমার ভক্তের প্রতি এমন আচরণ করা নিষিদ্ধ। এরপর তিনি যমরাজকে সংযত করে মার্কণ্ডেয়কে আশীর্বাদ দেন চিরজীবন ও চিরযৌবনের

ঋষি  মার্কণ্ডেয় শিবলিঙ্গ জড়িয়ে পরমেশ্বর শিবের যে স্তব পাঠ করেছিলেন তা হল এই চন্দ্রশেখর অষ্টকম স্তোত্র নামে বিখ্যাত । এই স্তোত্রকে অনেকে মৃত্যুঞ্জয় স্তোত্র বলে অভিহিত করে থাকেন। এই চন্দ্রশেখরাষ্টকম্ শ্রীশিবরহস্য মহা ইতিহাস শাস্ত্রের চতুর্থাংশের ১৪ অধ্যায়ের ২২-৩৭ শ্লোকে উল্লেখিত হয়েছে ।

----------------------------------------------------------------------------------------------------------

চন্দ্রশেখর অষ্টকম্‌

ॐ নমঃ শিবায় ৷৷

রত্নসানুশরাসনং রজতাদ্রিশৃঙ্গনিকেতনং 

শিঞ্জিনীকৃতপন্নগেশ্বরমচ্যুতানলসায়কম্।

ক্ষিপ্রদগ্ধপুরত্রয়ং ত্রিদশালয়ৈরভিবন্দিতং

চন্দ্রশেখরমাশ্রয়ে মম কিং করিষ্যতি বৈ যমঃ ॥ ১ ৷৷


চন্দ্রশেখর চন্দ্রশেখর চন্দ্রশেখর পাহি মাম ।

চন্দ্রশেখর চন্দ্রশেখর চন্দ্রশেখর রক্ষ মাম ॥ ২


পঞ্চপাদপপুষ্পগন্ধিপদাম্বুজদ্বয়শোভিতং 

ভাললোচনজাতপাবকদগ্ধমন্মথবিগ্রহম্ ।

ভস্মদিগ্ধকলেবরং ভবনাশিনং ভবমব্যয়ং

চন্দ্রশেখরমাশ্রয়ে মম কিং করিষ্যতি বৈ যমঃ ।। ৩ ৷৷


মত্তবারণমুখ্যচর্মকৃতোত্তরীয়মনোহরং 

পঙ্কজাসনপদ্মলোচনপূজিতাসিরোরুহম্ ।

দেবসিন্ধুতরঙ্গশীকরসিক্তশীতজটাধরং

চন্দ্রশেখরমাশ্রয়ে মম কিং করিষ্যতি বৈ যমঃ ॥ ৪ ॥


কুণ্ডলীকৃতকুণ্ডলীশ্বরকুণ্ডলং বৃষবাহনং

নারদাদিমুনীশ্বরস্তুতবৈভবং ভুবনেশ্বরম্ ।

অন্ধকান্তকমাশ্রিতামরপাদপং শমনান্তকং

চন্দ্রশেখরমাশ্রয়ে মম কিং করিষ্যতি বৈ যমঃ ॥ ৫ ॥


যক্ষরাজসখং ভগাক্ষহরং ভুজঙ্গবিভূষণং

শৈলরাজসুতা পরিষ্কৃতচারুবামকলেবরম্ ।

ক্ষ্বেলনিলগলং পরশ্বথধারিণং মৃগধারিণং

চন্দ্রশেখরমাশ্রয়ে মম কিং করিষ্যতি বৈ যমঃ ॥ ৬ ॥


ভেষজং ভবরোগিণামখিলাপদামপহারিণং 

দক্ষযজ্ঞবিনাশনং ত্রিগুণাত্মকং ত্রিবিলোচনম্ ।

ভুক্তিমুক্তিফলপ্রদং সকলাঘসংঘনিবর্হণং 

চন্দ্রশেখরমাশ্রয়ে মম কিং করিষ্যতি বৈ যমঃ ॥ ৭ ॥


ভক্তবৎসলমর্চিতং নিধিমক্ষয়ং হরিদম্বরং

সর্বভূতপতিং পরাৎপরমপ্রমেয়মনাময়ম্ ।

সোমবারিনভোহুতাশনসোমপানিলখাকৃতিং 

চন্দ্রশেখরমাশ্রয়ে মম কিং করিষ্যতি বৈ যমঃ ॥ ৮ ॥


বিশ্বসৃষ্টিবিধায়িনং পুনরেব পালনতৎপরং

সংহরন্তমথ প্রপঞ্চমশেষলোকনিবাসিনম্ ।

ক্রীড়য়ন্তমহর্নিশং গণনাথযূথসমাকুলং

চন্দ্রশেখরমাশ্রয়ে মম কিং করিষ্যতি বৈ যমঃ ॥ ৯ ॥


[তথ্যসূত্র: শ্রীশিবরহস্য মহা ইতিহাস/চতুর্থাংশ/১৪ অধ্যায়/২২-৩৭ শ্লোক]

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ॐ নমঃ শিবায় ॥

অর্থ -- 

      কৈলাসশিখরে যাঁর নিবাস, যিনি মেরুগিরিকে ধনুক, নাগরাজ বাসুকিকে প্রত্যঞ্চা এবং ভগবান বিষ্ণুকে অগ্নিময় বাণ করে তৎকালেই দৈত্যদের তিন পুরীকে দগ্ধ করেছিলেন, সমস্ত দেবতা যাঁর চরণবন্দনা করেন, সেই ভগবান চন্দ্রশেখরের আমি শরণ গ্রহণ করি। যম আমার কী করবেন? ॥ ১

  হে চন্দ্রশেখর ! চন্দ্রশেখর ! চন্দ্রশেখর 

    মন্দার, পারিজাত, সন্তান, কল্পবৃক্ষ এবং হরিচন্দন-এই পাঁচ দিব্য বৃক্ষের পুষ্প দ্বারা সুগন্ধিত যুগল চরণ-কমল যাঁর শোভাবর্ধন করে, যিনি তাঁর ললাট-নেত্রের অগ্নির দ্বারা কামদেবকে ভস্ম করেছিলেন, যাঁর শ্রীদেহ ভস্মবিভূষিত, যিনি ভব-সকলের উৎপত্তির কারণ হয়েও ভব-সংসারের নাশক এবং যাঁর কখনও বিনাশ নেই, সেই ভগবান চন্দ্রশেখরের আমি শরণ গ্রহণ করি। যম আমার কী করবেন ? ॥ ২ 

  যিনি মত্ত গজরাজের চর্ম ঢেকে পরম মনোহররূপে প্রতিভাত, ব্রহ্মা ও বিষ্ণু যাঁর চরণ পূজা করেন এবং যিনি দেবতা ও সিদ্ধদের নদী গঙ্গার তরঙ্গে সিক্ত শীতল জটা ধারণ করেন, সেই ভগবান চন্দ্রশেখরের আমি শরণ গ্রহণ করি। যম আমার কী করবেন ? ৷৷ ৩ ৷

   কুণ্ডলাকারে (বলয়াকারে) স্থিত সর্পরাজ যাঁর কানের কুণ্ডল, যিনি বৃষভে আরোহণ করেন, নারদাদি মুনিগণ যাঁর বৈভবের স্তুতি করেন, যিনি সমস্ত ভুবনের প্রভু, অন্ধকাসুর বিনাশকারী, আশ্রিতদের কাছে কল্পবৃক্ষের ন্যায় এবং যমকেও নিয়ন্ত্রণ করেন, সেই ভগবান চন্দ্রশেখরের আমি শরণ গ্রহণ করি। যম আমার কী করবেন ? ৷৷ ৪ 

   যিনি যক্ষরাজ কুবেরের সখা, ভগদেবতার চক্ষু বিনাশকারী এবং সর্পের অলংকার ধারণ করেন, যাঁর শ্রীবিগ্রহের বামপার্শ্বে গিরিরাজকিশোরী উমা শোভাবর্দ্ধন করেন, কালকূট বিষ গ্রহণ করায় যাঁর কণ্ঠ নীলবর্ণ, যিনি এক হাতে বর্শা এবং অন্য হাতে মৃগ (মুদ্রাবিশেষ) ধারণ করেন, সেই ভগবান চন্দ্রশেখরের আমি শরণ গ্রহণ করি। যম আমার কী করবেন? ৷৷ ৫ 

   যিনি জন্ম-মরণরূপ সংসাররোগগ্রস্ত ব্যক্তিদের কাছে ঔষধস্বরূপ, সকল বাধা-বিপত্তি নিবারণ করেন এবং দক্ষ-যজ্ঞ বিনাশকারী, সত্ত্বাদি ত্রিগুণ যাঁর স্বরূপ, যিনি ত্রিনেত্র ধারণ করেন, ভোগ ও মোক্ষরূপ ফল প্রদান করেন এবং সমস্ত পাপরাশির সংহার করেন, সেই ভগবান চন্দ্রশেখরের আমি শরণ গ্রহণ করি। যম আমার কী করবেন? ॥ ৬

    যিনি ভক্তদের দয়া করেন, যাঁরা তাঁর পূজা করেন তাঁদের কাছে অক্ষয় নিধি হয়ে যিনি স্বয়ং দিগম্বর হয়ে থাকেন, যিনি সর্বভূতের স্বামী, পরাৎপর, অপ্রমেয় এবং উপমারহিত, পৃথিবী, জল, আকাশ, অগ্নি এবং চন্দ্রের দ্বারা যাঁর শ্রীবিগ্রহ সদা সুরক্ষিত, সেই ভগবান চন্দ্রশেখরের আমি শরণ গ্রহণ করি। যম আমার কী করবেন? ৷৷ ৭ 

     যিনি ব্রহ্মারূপে সমস্ত বিশ্ব সৃষ্টি করেন এবং পরে বিষ্ণুরূপে সকলকে পালন করেন এবং অন্তে সর্ব প্রপঞ্চকে সংহার করেন, সমস্ত লোকে যাঁর নিবাস এবং যিনি গণেশের পার্ষদদের নিয়ে নানাস্থানে নানা রূপ খেলা করেন, সেই ভগবান চন্দ্রশেখরের আমি শরণ গ্রহণ করি। যম আমার কী করবেন? ॥ ৮

ॐ নমঃ শিবায় ॥


♦️ স্তোত্র পাঠের ফল — 

এই স্তোত্র নিয়মিত ভাবে প্রতিদিন শিবপূজার পর ভক্তি সহকারে পাঠ করলে পরমেশ্বর শিবের কৃপায় অকাল মৃত্যু রোধ হয় । সকল দূর্দশা দূর হয়ে যায় ।


শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩 

হর হর মহাদেব 🚩 



সংগ্রহে ও লেখনীতে — শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী 

কপিরাইট ও প্রচারে — International Shiva Shakti Gyan Tirtha - ISSGT




মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ