মৃত্যুঞ্জয় শিবের ধ্যান মন্ত্র (শিবমহাপুরাণোক্ত)
॥ ॐ নমঃ শিবায় ॥
ভূমিকা -
পরমেশ্বর শিবের কল্যাণময় স্বরূপের মধ্যে অন্যতম হল এই মৃত্যুঞ্জয় স্বরূপ।
এই স্বরূপের নাম হল - ত্র্যয়ম্বক। ভক্তি সহকারে প্রভু শিবের এই রূপের ধ্যান করলে যেকোনো কঠিন সময়ে, বিপদে, উপদ্রব, রোগ-শোক ইত্যাদির হাত থেকে ভক্ত রক্ষা পেয়ে থাকেন ।
________________________________________________
মৃত্যুঞ্জয় শিবের ধ্যান মন্ত্র
ॐ হস্তাম্ভোজযুগস্থ কুম্ভযুগলাদুদ্ ধৃত্য তােয়ং শিরঃ
সিঞ্চন্তং করযাের্যুগেন দধতং স্বাঙ্কে সকুম্ভৌ করৌ।
অক্ষস্রড্ মৃগহস্তমম্বুজগতং মূর্ধস্থচন্দ্রস্রবৎ
পীযূষার্দ্রতনুং ভজে সগিরিজং ত্র্যক্ষং চ মৃত্যুঞ্জয়ম্ ॥
[শিবমহাপুরাণ/রুদ্রসংহিতা/সতীখণ্ড/অধ্যায়৩৮/৩৪ নং শ্লোক]
অর্থ -
যিনি তার দুই করকমলে ধৃত দুই কলশে জল(অমৃত) নিয়ে উপরস্থিত দুই হাতে নিজ মস্তকে সিঞ্চন করেন, অন্য দুই হাতে দুটি ঘড়া নিয়ে নিজ ক্রোড়ে রাখেন এবং বাকি দুই হাতে রুদ্রাক্ষ এবং মৃগমুদ্রা ধারণ করেন, কমলাসনে উপবেশন করেন, মস্তকস্থিত চন্দ্র থেকে নিরন্তর প্রবাহিত অমৃত ধারায় যাঁর সর্বদেহ সিক্ত এবং যিনি ত্রিনেত্র ধারণকারী, সেই ভগবান মৃত্যুঞ্জয়, যাঁর সঙ্গে গিরিরাজ নন্দিনী উমা বিরাজমান, সেই মহেশ্বরকে আমি সর্বদা ভজন(চিন্তন)করি ।
সরল আকারে -
যে প্রভু তার নিজের দুই হাতে ধরা দুই কলশির জল স্বরূপ জীবনের উৎস অমৃত কে নিজের মাথায় ঢালছেন, যে প্রভু তার নিজের অন্য দুই হাতে থাকা দুই কলশি নিজের কোলে রেখেছেন, যে প্রভু তার নিজের অন্য দুই হাতের একটি হাতে রুদ্রাক্ষ এবং অন্য হাত দিয়ে মৃগমুদ্রা ধারন করে আছেন, যে প্রভু স্বয়ং মৃত্যুঞ্জয় অর্থাৎ যিনি মৃত্যুরহিত,যে প্রভুর সাথে তার স্ত্রী 'গিরিরাজের কন্যা পরমাশক্তি জগদম্বা উমা পার্বতী' দেবী বিরাজ করছেন, সেই মহা ঈশ্বর পরমেশ্বর শিব কে চিন্তা করে ভজনা করি।
ব্যাখ্যা - উপরক্ত বর্ণনা অনুসারে, নিজে স্থির ভাবে বসে শান্ত হয়ে পরমেশ্বর প্রভু শিবকে মনে মনে কল্পনা করে তার পবিত্র রূপকে চিন্তন করতে হবে।
________________________________________________
🔖 এই ভাবে মৃত্যুঞ্জয় শিবের ধ্যান করবার পর মহামৃত্যুঞ্জয় মহামন্ত্র পাঠ করতে হয়, এটিই প্রকৃত বিধান।
🔶 মহামৃত্যুঞ্জয় মহামন্ত্র —
ॐ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্ ।
উর্বারুকমিব বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ ॥
(শুক্ল-যজুর্বেদ,৩ অধ্যায়, ৬০ নং মন্ত্র)
________________________________________________
🔶 পরমেশ্বর শিবের মৃত্যুঞ্জয় হবার কারণ কি ?
উত্তর — শ্রীগুরু নন্দীনাথ শৈব আচার্য জী বলেছেন, শিবমহাপুরাণে মাতা পার্বতী দেবী মৃত্যুঞ্জয় শব্দের অর্থ বলেছেন —
তস্যৈব ভজনাজ্জীবো মৃত্যুং জয়তি নির্ভয়ঃ ।
তস্মান্ মৃত্যুঞ্জয়ং নাম প্রসিদ্ধং ভুবনত্রয়ে ॥ ১১
[শিবমহাপুরাণ/রুদ্র সংহিতা/পার্বতী খণ্ড/২৮ অধ্যায়/১১ শ্লোক]
অর্থ — শিবের ভজনা করে জীব নির্ভয় (ভয় হীন) হয়ে মৃত্যুকে জয় করে নেয়, এই কারণে ত্রিভুবনে শিবের মৃত্যুঞ্জয় নাম প্রসিদ্ধ হয়েছে ।
________________________________________________
শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩
হর হর মহাদেব 🚩
লেখনীতে - শ্রীনন্দীনাথ শৈব আচার্য জী
কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন