কম বয়েসে নাকি বৃদ্ধ বয়সে শিবভক্তি করা উচিত ?

 


🕉️🙏🏾শিব ॐ তৎ সৎ 🔱🔱🔱




উপমন্যুঃ উবাচ ।

ত্বরিতং জীবিতং যাতি ত্বরিতং যাতি যৌবনম্।।

ত্বরিতং ব্যাধিরভ্যেতি তস্মাৎ পূজ্যঃ পিনাকধৃক। 

যাবন্নাযাতি মরণং যাবন্নাক্রমতে জরা।।

যাবন্নেন্দ্রিয়বৈকল্যং তাবৎ পূজয় শংকরম্। 

ন শিবার্চন তুল্যোহস্তি ধর্মোহন্যো ভুবনত্রয়ে।। 

[তথ্যসূত্র :শিবমহাপুরাণ/বায়বীয়সংহিতা/উত্তরখণ্ড/ অধ্যায় ২৬/২১-২৩ নং শ্লোক]

অর্থ -- মহর্ষি উপমন্যু জী পরম শৈব শিরোমণি শ্রীকৃষ্ণ কে বললেন,

জীবন অত্যন্ত বেগে প্রবহমান,যৌবনকাল শীঘ্রই পার হয়ে যায় এবং রোগ তীব্রগতিতে এগিয়ে আসছে,তাই সকলেরই পিনাকপাণি মহাদেবের পূজা করা উচিত। যতক্ষণ মৃত্যু না আসে,যতক্ষণ বৃদ্ধাবস্থার আক্রমণ না হয় এবং যতক্ষণ ইন্দ্রিয়াদির শক্তি ক্ষীণ না হয়,তার মধ্যেই ভগবান শংকরের আরাধনা করতে হয়। ভগবান শিবের আরাধনার সমান ত্রিলোকে অন্য কোনো ধর্ম নেই। 


🧠তাৎপর্য🔥

জীবন,যৌবন ও স্বাস্থ্য অস্থায়ী,তারা দ্রুত ফুরিয়ে যায়,তাই বিলম্ব না করে,যতদিন আমরা সক্ষম,সুস্থ ও জীবিত আছি, ততদিন শিবের পূজা করা উচিত।কারণ শিব আরাধনা অর্থই পরমতত্ত্বের সঙ্গে যুক্ত হওয়া,শিবপূজা হল সেই আধ্যাত্মিক অনুশীলন,যা আত্মার মোক্ষ,চিত্তশুদ্ধি ও চরম সত্য উপলব্ধির শ্রেষ্ঠ পথ। তাই তো উপমন্যুজী বলছেন তিন জগতেও এমন কোনো ধর্ম নেই যা শিবপূজার সমান ফলদায়ী বা উচ্চতর।

-----------------------------------------------------------------------------------------------



পরমেশ্বর শিবের জয়🔱

আদ্যা শক্তি পরমেশ্বরী মা পার্বতীর জয়🕉️

প্রথম পূজ্য বিঘ্নহর্তা শ্রী গণেশের জয়🌷

দেব-সেনাপতি কুমার কার্তিকেয়র জয়🚩

সাক্ষাৎ সনাতন ধর্মের প্রতীক নন্দী মহারাজের জয়🙏🏼



🔷সংগ্রহ ও লেখনীতে : Sudip Mondal [ ISSGT ] 


🌷কপিরাইট ও প্রচারেঃ International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 


☘️এই পোষ্ট টি আপনার জ্ঞান বৃদ্ধি তে সহায়ক হয়েছে বলে মনে হয়ে থাকলে অবশ্যই এই পোষ্টটি শেয়ার করে অনান্য মানুকেও জানানোর সুযোগ করে দিন, এবং এই পোষ্টটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানান।

☑️[ কেউ লেখাটি কপি করতে চাইলে পুরো পোস্ট টাকেই কপি করতে হবে, কাটছাঁট করা চলবে না এবং আমাদের পেজের নাম( ISSGT ) ও সংশ্লিষ্ট লেখকের নাম দেওয়া বাধ্যতামূলক ]


#পরমেশ্বরশিব #শিবপার্বতী #shivshakti

#শিবমহাপুরাণ #shivmahapuran 

#পরমশৈবউপমন্যু #পরমশৈবশ্রীকৃষ্ণ #শৈবশিরোমনিশ্রীকৃষ্ণ

#শৈবশিরোমনিউপমন্যু

#শৈববিপ্লব #শৈবসংস্কৃতি #ISSGT #shaivism

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ