পরমেশ্বর শিবের কলন অসম্ভব

 





🚩 পরমেশ্বর শিবের কলন অসম্ভব, তিনি কালচক্ররহিত অবিনাশী ব্রহ্ম, দেবী কালী তাঁরই সহধর্মিণী :
-----------------------------------------------------------------------------

❌ বর্তমানে কিছু তথাকথিত শাক্তদের দাবী হল,
শিবকে কালী কলন (গ্রাস) করে, আর তারপর কালীই একা থাকেন, আর কেউ অবশিষ্ট থাকে না।
-----------------------------------------------------------------------------

👁️‍🗨️ শৈব পক্ষ থেকে শাক্তদের দাবীর বিচার :

এই দাবী কতটুকু যুক্তিযুক্ত, তা বিচার করা যাক

অন্যতম ত্রিক ভৈরববাগম "শ্রীঅনুত্তরভট্টারক" শাস্ত্রে ভৈরব দেবীকে বলছেন -

" জিজ্ঞাসারহিতং স্থানং যত্র দেবো নিরঞ্জনঃ ।
অকাল-কলনা-হেতুর্গমাগমবিবর্জিতঃ ॥ ৩০ ॥
নিরালম্বো নিরুৎসাহঃ শূন্যভূতঃ শিবঃ স্বয়ম্ ।

(ভৈরবস্রোতসি "শ্রীঅনুত্তরভট্টারকে")

☘️ অর্থ — যিনি সমস্ত প্রকারের প্রশ্ন-জিজ্ঞেসা এসবের অতীত, যিনি নিরঞ্জন, কালহীন (কালচক্রের ঊর্ধ্বে), কলনরহিত (নির্বিকার), যিনি হেতু, গম্য-অগম্য ইত্যাদির অতীত, যিনি নিরালম্ব, নিরুৎসাহ (শান্ত), শূন্যরূপ (নিরাকার চৈতন্যস্বরূপ অর্থে), তিনিই সাক্ষাৎ শিব।

প্রায় একই রকম বচন আমরা ত্রিক-ক্রম শাখার অন্যতম আগম শাস্ত্র "পঞ্চশতিক/দেবীপঞ্চশতিকে"ও পেয়ে থাকি:

"যোঽসাবনাদিনিধনঃ শিবঃ পরমকারণঃ || ১৬ ||
নির্গুণো নিষ্কলঃ শান্তঃ কলনাকালবর্জিতঃ |
নিরঞ্জনো নিরালম্বো নিরাভাসশ্চ ভাসকঃ || ১৭ ||....
শক্ত্যাতীতঃ পরানন্দো গুণাশ্রয়বিবর্জিতঃ |
নির্বিকারঃ পরঃ শুদ্ধো হেতুদৃষ্টান্তবর্জিতঃ || ১৯ ||
সর্বগঃ সর্বকর্তা চ স্বচ্ছন্দামৃতনির্ভরঃ || ২০ ||
নিরুপাধির্মহাদেবঃ সর্বভূতেষ্ববস্থিতঃ |
তস্যাববোধাত্ পরমা স্বেচ্ছ্যা পরমেশ্বর || ২১ ||

(পঞ্চশতিক/শ্রীদেবীপঞ্চশতিক)

☘️ অর্থ —

তিনিই সেই অনাদি ও অনন্ত শিব, যিনি সব কিছুর পরম কারণ। তিনি নির্গুণ, অখণ্ড, শান্ত, কলনরহিত তথা কাল-চক্রের অতীত। তিনিই নিরঞ্জন, নিরাশ্রয় এবং নিজে নিরাভাস হয়েও সমগ্র বিশ্ব-প্রপঞ্চকে ভাসিত করেন। তিনি শক্তিরও অতীত, পরমানন্দময়, গুণাশ্রয়হীন, বিকারহীন, পরমশুদ্ধ এবং যাঁকে হেতু, দৃষ্টান্ত আদি পদার্থ দ্বারা ব্যাখ্যা করা যায় না। তিনি সর্বজ্ঞ, সর্বকর্তা এবং স্বতন্ত্র (স্বেচ্ছা নির্ভর)।
তিনি  উপাধিরহিত এবং সর্বভূতে ব্যাপ্ত। তাঁর ইচ্ছাতেই তাঁর শক্তিপাত দ্বারা তাঁকে উপলব্ধির মাধ্যমে জীব পরমেশ্বরত্ব লাভের অধিকারী হন।

👉 তবে দেবী কালিকা কে ? 🚩

✅ উত্তর :

“জাতা সা কালিকাশক্তিরেকা তদ্ধর্মধর্মিণী ।...
যথা রশিপ্রভা সূর্যে বহ্নৌ চ দহনাত্মিকা ॥
অচিন্তিতা সমুৎপন্না শিবস্য সহধর্মিণী ॥ ২৪ ॥”

(পঞ্চশতিক/শ্রীদেবীপঞ্চশতিক)

✅ অর্থ — সেই পরমব্রহ্ম পরমেশ্বর শিব - এর অদ্বিতীয়া শক্তিই 'কালী' নামে জ্ঞাতা, তিনি তাঁরই সহধর্মিণী। সূর্যের সাথে অগ্নির অথবা ধর্মের সাথে ধর্মীর যে তাদাত্ম সম্পর্ক রয়েছে, দেবী কালিকা সেইভাবেই শিবে সদা স্থিতা।

🔥 চূড়ান্ত সিদ্ধান্ত — এক ও অদ্বিতীয় পরমব্রহ্ম শিব, শিবের অভিন্না শক্তি হলেন কালী । তাই পরমব্রহ্ম শিবের কখনোই কলন সম্ভব নয়। কারণ, সর্বোচ্চ সত্তার বিনাশ নেই।

দার্শনিক ব্যাখ্যা বোধগম্য করবার শক্তির অভাবে শিবের অসীমতার বিষয়ে অপরিপক্ক সীমিত জ্ঞানসম্পন্ন ব্যক্তিগণ অবাঞ্ছিত উক্তি করে থাকে মাত্র, যা শাস্ত্র বচন বিরুদ্ধ।

শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩
হর হর মহাদেব 🚩

👉 কলমে: ©RohitKumarChoudhury(ISSGT)

 👉 প্রচারে: International Shiva Shakti Gyan Tirtha 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ