শ্রী স্কন্দ স্তব (শিবমহাপুরাণোক্ত)


শ্রী স্কন্দ স্তব (শিবমহাপুরাণোক্ত)


ভূমিকা —

ISSGT এর পক্ষ থেকে শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী এই শিবমহাপুরাণোক্ত শ্রী স্কন্দ স্তব  সংগ্রহ করেছেন। এই স্তোত্রটি ভগবান শ্রীকার্তিকেয় জীর বিশেষ তিথি/পূজা/ব্রত অনুষ্ঠানের সময় পাঠ করে শিবপুত্র ভগবান কার্তিকেয় -র আশীর্বাদ ধন্য হতে পারেন। এই স্তোত্রটি শিব অনুচর শিবস্বরূপ বামদেবজী কৃত।


শ্রী স্কন্দ স্তব (শিবমহাপুরাণোক্ত)


বামদেব উবাচঃ

ॐ নমঃ প্রণবার্থায় প্রণবার্থবিধায়িনে ।

প্রণবাক্ষরবীজায় প্রণবায় নমো নমঃ॥২২

বেদান্তার্থস্বরূপায় বেদান্তার্থবিধায়িনে ।

বেদান্তার্থবিদে নিত্যং বিদিতায় নমো নমঃ ॥২৩

নমো গুহায় ভূতানাং গুহাসু নিহিতায় চ ।

গুহ্যায় গুহ্যরূপায় গুহ্যাগমবিদে নমঃ॥২৪

অণোরণীয়সে তুভ্যং মহতোঽপি মহীয়সে ।

নমঃ পরাবরজ্ঞায় পরমাত্মস্বরূপিণে ॥২৫

স্কন্দায় স্কন্দরূপায় মিহিরারুণতেজসে ।

নমো মন্দারমালোদ্যন্মুকুটাদিভৃতে সদা ॥২৬

শিবশিষ্যায় পুত্রায় শিবস্য শিবদায়িনে ।

শিবপ্রিয়ায় শিবযোরানন্দনিধয়ে নমঃ ॥২৭

গাঙ্গেয়ায় নমস্তুভ্যং কার্তিকেয়ায় ধীমতে ।

উমাপুত্রায় মহতে শরকাননশায়িনে ॥২৮

ষড়ক্ষরশরীরায় ষড়্ বিধার্থবিধায়িনে ।

ষড়ধ্বাতীতরূপায় ষন্মুখায় নমো নমঃ ॥২৯

দ্বাদশায়তনেত্রায় দ্বাদশোদ্যতবাহবে ।

দ্বাদশায়ুধধারায় দ্বাদশাত্মন্ নমোঽস্তু তে ॥৩০

চতুর্ভুজায় শান্তায় শক্তিকুক্কুটধারিণে ।

বরদাভয়হস্তায় নমোঽসুরবিদারিণে ॥৩১

গজাবল্লীকুচালিপ্তকুঙ্কুমাঙ্কিতবক্ষসে ।

নমো গজাননানন্দমহিমানন্দিতাত্মনে ॥৩২

ব্রহ্মাদিদেবমুনিকিন্নরগীয়মান

গাথাবিশেষশুচিচিন্ততকীর্তিধাম্নে ।

বৃন্দারকামলকিরীটবিভূষণস্ত্রক্ 

 পূজ্যাভিরামপদপঙ্কজ তে নমোঽস্তু ॥৩৩


✅মাহাত্ম্য –

ইতি স্কন্দস্তবং দিব্যং বামদেবেন ভাষিতম্।

যঃ পঠেচ্ছৃণুযাদ্বাপি স যাতি পরমাং গতিম্ ॥৩৪

মহাপ্রজ্ঞাকরং হ্যেতচ্ছিবভক্তিবিবর্ধনম্ ।

আয়ুরারোগ্যধনকৃৎ‍সর্বকামপ্রদং সদা ॥৩৫ 

(শিবমহাপুরাণ/কৈলাসসংহিতা/অধ্যায় নং ১১)


🔵অর্থ —

বামদেব বললেন — যিনি প্রণবের বাচ্যার্থ, প্রণবার্থের প্রতিপাদক, প্রণবাক্ষর-রূপ বীজযুক্ত এবং প্রণবরূপ, সেই প্রভু কার্ত্তিকেয়কে বারংবার প্রণাম ॥২২

বেদান্তের অর্থভূত ব্রহ্মই যার স্বরূপ, বেদান্তের অর্থ যিনি করেন, বেদান্তের অর্থ জানেন এবং নিত্য বিদিত, সেই স্কন্দস্বামীকে বারংবার প্রণাম ॥২৩

সমস্ত প্রাণীদের হৃদয় কন্দরে প্রতিষ্ঠিত গুহকে নমস্কার। যিনি স্বয়ং গুহ্য এবং গুহ্য শাস্ত্রের জ্ঞাতা, সেই স্বামী কার্ত্তিকেয়কে প্রণাম ॥২৪

প্রভো ! আপনি অণু থেকেও অণু এবং মহান থেকেও পরম মহান, কারণ-কার্য অথবা ভূত -ভবিষ্যতেরও জ্ঞাতা। সেই পরমাত্মস্বরূপকে প্রণাম ॥২৫

আপনি স্কন্দ (মাতার গর্ভ থেকে চ্যুত)। স্কন্দন (গর্ভ থেকে স্খলন)-ই আপনার রূপ। আপনি সূর্য ও অরুণের ন্যায় তেজস্বী। পারিজাত মালায় সুশোভিত, মুকুটাদি ধারণকারী স্কন্দস্বামী আপনাকে সর্বদা প্রণাম ॥২৬

আপনি শিবের শিষ্য ও পুত্র, শিব (কল্যাণ) প্রদানকারী, শিবের প্রিয় এবং শিবা ও শিবের আনন্দের নিধি। আপনাকে প্রণাম ॥২৭

আপনি গঙ্গাদেবীর বালক, কৃত্তিকাদের কুমার, ভগবতী উমার পুত্র এবং সরকণ্ডের বনে শয়নকারী। মহাবুদ্ধিমান দেবতা আপনাকে প্রণাম ॥২৮

আপনার শরীর ষড়ক্ষরমন্ত্র। আপনি ছয় প্রকার অর্থের বিধানকারী। আপনার রূপ ছয়মার্গের অতীত। ষড়ানন আপনাকে বারংবার প্রণাম ॥২৯

দ্বাদশাত্মন্! আপনার বিশাল দ্বাদশ নেত্র, দ্বাদশটি উদ্যত হস্ত, সেই দ্বাদশ হস্তে দ্বাদশ অস্ত্র ধারণ করেন। আপনাকে প্রণাম ॥৩০

আপনি চতুর্ভুজধারী, শান্ত এবং চার হস্তে ক্রমান্বয়ে শক্তি, কুক্কুট, বর ও অভয় ধারণ করেন। অসুরবিদারণ দেব আপনাকে প্রণাম ॥৩১

আপনার বক্ষস্থল গজাবল্লীর কুচে লাগা কুঙ্কুম অঙ্কিত। আপনি কনিষ্ঠ ভ্রাতা গণেশের আনন্দময় মহিমা শুনে মনে মনে আনন্দিত হন। আপনাকে প্রণাম ॥৩২

ব্রহ্মাদি দেবতা, মুনি এবং কিন্নরগণ দ্বারা গীত গাথাবিশেষের দ্বারা যার পবিত্র কীর্তিধাম চিন্তা করা হয়, দেবতাদের নির্মল কিরীট বিভূষিতকারী পুষ্পমালা দ্বারা আপনার চরণকমলের পূজা করা হয়। আপনাকে প্রণাম ॥৩৩


মাহাত্ম্য –

যিনি বামদেব দ্বারা বর্ণিত এই দিব্য স্কন্দ স্তব পাঠ বা শ্রবণ করেন, তিনি পরমগতি লাভ করেন ॥৩৪

এই স্তোত্র বুদ্ধি বৃদ্ধিকারী, শিবভক্তি বৃদ্ধিকারী, আয়ু আরোগ্য-অর্থ প্রাপ্তিকারক ও সর্বদা সম্পূর্ণ অভীষ্ট প্রদানকারক ॥৩৫


ভগবান কার্তিকেয়র জয়

পরমেশ্বর শিবের জয়

পরমশৈব বামদেবের জয়

শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩 

হর হর মহাদেব 🚩 


লেখনীতে — শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী 

কপিরাইট ও প্রচারে — International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ