ভগবান কার্তিকেয়র দুইটি বাহন ও তাদের নাম
॥ ॐ নমঃ শিবায় ॥
ভূমিকা —
শিবপার্বতীপুত্র ভগবান কার্তিকেয়র বাহন সম্পর্কে বেশিরভাগ ব্যক্তি অবগত নন । অনেকেই মনে করেন ভগবান কার্তিকেয়র বাহন শুধু মাত্র একটি। শাস্ত্র বলছে অন্য কথা । চলুন সত্য জেনে নেওয়া যাক।
__________________________________________________
ভগবান কার্তিকেয়র দুইটি বাহন ও তাদের নাম
✅ শিবমহাপুরাণ বলছে —
চিত্রবর্হণনামানং স্বপুত্রং গরুড়ো দদৌ ।
অরুণস্তাম্রচূড়াখ্যং বলিনং চরণায়ুধম ॥ ৪৯
[শিবমহাপুরাণ/রুদ্রসংহিতা/কুমারখণ্ড/অধ্যায় ৫]
অর্থ — গরুড় জী নিজের পুত্র চিত্রবর্হণ নামক ময়ূর কে এবং গরুড়ের জ্যেষ্ঠ ভ্রাতা অরুণের পুত্র তাম্রচূড় কে প্রদান করলেন ।
✅ মহাভারত বলছে —
সুপর্ণোঽস্য দদৌ পুত্রং ময়ূরং চিত্রবর্হিণম্ ॥ ২১ ॥
কুক্কুটং চাগ্নিসঙ্কাশং প্রদদাবরুণঃ স্বয়ম্ ॥ ২২ ॥
[মহাভারত/অনুশাসন পর্ব/৭৫ অধ্যায়/২১-২২ নং শ্লোক]
অর্থ — কার্তিকেয় কে শ্রীগরুড় নিজ পুত্র চিত্রবর্হণ নামক একটি ময়ূর দিলেন ॥ ২১ ॥
আর সূর্য্যের সারথি অরুণ অগ্নিবর্ণের ন্যায় একটা কুক্কট দিলেন (নাম - তাম্রচূড়) ॥ ২২ ॥
__________________________________________________
শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩
হর হর মহাদেব 🚩
লেখনীতে — শ্রী নন্দীনাথ শৈব আচার্য গুরুদেব জী
কপিরাইট ও প্রচারে — International Shiva Shakti Gyan Tirtha - ISSGT (Shivalaya)


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন