পরমেশ্বর শিবের ত্রিশূলের নাম কি ?

 


॥ ॐ নমঃ শিবায় ॥

ভূমিকা — পরমেশ্বর শিবের হাতে এমন একটি অস্ত্র থাকে, যার সমতুল্য অস্ত্র বিশ্বব্রহ্মাণ্ডার কোথাও নেই, যাকে  সাধারণত মানুষেরা ‘ত্রিশূল’ বলে জানেন। কিন্তু এই মহা শক্তিশালী ত্রিশূল মহা অস্ত্রের‌ও একটি নাম রয়েছে। এ বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে। চলুন সেই নামটি জেনে নেওয়া যাক। 


পরমেশ্বর শিবের ত্রিশূলের নাম কি ?


উত্তর — 

শিব মহাপুরাণে বলা হয়েছে — 

তৎ শূলং বিজয়ং নাম শঙ্করস্য পরাত্মনঃ ।

সঞ্চকাশে দিশঃ সর্বা রোদসীং সংপ্রকাশয়ন্ ॥ ২৩

কোটি মধ্যাহ্নমার্তণ্ডপ্রলয়াগ্নিশিখোপমম্ ।

দুর্নিবার্যং চ দুর্দ্ধর্ষমব্যর্থং বৈরিঘাতকম্ ॥ ২৪

তেজসাং চক্রমত্যুগ্রং সর্বশস্ত্রাস্ত্রনায়কম্ ।

সুরাসুরাণাং সর্বেষাং দুঃসহং চ ভয়ঙ্করম্ ॥ ২৫

সংহর্তুং সর্বব্রহ্মাণ্ডমবলংব্য চ লীলয়া ।

সংস্থিতং পরমং তত্র একত্রীভূয় বিজ্বলৎ ॥ ২৬

ধনুঃ সহস্রং দীর্ঘেণ প্রস্থেন শতহস্তকম্ ।

জীবব্রহ্মস্বরূপং চ নিত্যরূপমনির্মিতম্ ॥ ২৭

বিভ্রমদ্ ব্যোম্নি চৎ শূলং শঙ্খচূড়োপরি ক্ষণাৎ ।

চকার ভস্ম তচ্ছীঘ্রং নিপত্য শিবশাসনাৎ ॥ ২৮

অথ শূলং মহেশস্য দ্রুতমাবৃত্য শংকরম্ ।

যযৌ বিহায়সা বিপ্র মনোযায়ি স্বকার্যকৃত ॥ ২৯

[শিবমহাপুরাণ/রুদ্রসংহিতা/যুদ্ধখণ্ড/৪০ অধ্যায়/২৩-২৯ নং শ্লোক]

অর্থ — শিব সেইসময় শঙ্খচূড়কে বধ করার জন্য তাঁর উদ্দীপ্ত ত্রিশূল হাতে তুলে নিলেন। পরমাত্মা শংকরের ‘বিজয়’ নামক সেই ত্রিশূল উৎকৃষ্ট প্রভা বিস্তার করছিল। সেই প্রভায় সমস্ত দিক, পৃথিবী এবং আকাশ আলোকিত হয়ে উঠেছিল। সেটি মধ্যাহ্নকালের কোটি কোটি সূর্য ও প্রলয়াগ্নির মতো উদ্ভাসিত ছিল। সেটি বিফল করা ছিল অসম্ভব। সেটি ছিল দুর্ধর্ষ, কখনও ব্যর্থ না হওয়া ও শত্রু সংহারকারী। তা তেজের অত্যন্ত উগ্রসমূহ, সমস্ত শস্ত্রাদির সহায়ক, ভয়ংকর এবং সমস্ত দেবতা ও অসুরদের পক্ষে ছিল দুঃসহ। সেটি একই স্থানে এমনভাবে প্রকাশিত হচ্ছিল, যেন লীলার আশ্রয় নিয়ে সমগ্র ব্রহ্মাণ্ড সংহার করতে উদ্যত হয়েছে। সেটি দৈর্ঘ্যে এক হাজার ধনুক এবং প্রন্থে একশত হাত ছিল। সেই জীব-ব্রহ্মস্বরূপ শূল কারো দ্বারা নির্মিত হয়নি। তার রূপ ছিল নিত্য। শিবের আদেশে সেই ত্রিশূল আকাশে পরিক্রমা করতে করতে শঙ্খচূড়ের ওপর গিয়ে পড়ল এবং তাঁকে তৎক্ষণাৎ ভস্মে পরিণত করল। বিপ্র! মহেশ্বরের সেই শূল মনের মতো বেগসম্পন্ন ছিল। সেটি শীঘ্রই তার কার্য পূর্ণ করে শংকরের কাছে এসে আবার আকাশপথে চলে গেল।

________________________________________________

মহাভারতে বলা হয়েছে — 

বিজয়ো নাম রুদ্রস্য যাতি শূলঃ স্বলংকৃত ।

[মহাভারত/বনপর্ব/(মার্কণ্ডেয় সমস্যা পর্ব) ২৩১ অধ্যায়/৩৮ নং শ্লোক] 

অর্থ — শিবের সাথে ‘বিজয়’ নামক তিনফলা যুক্ত স্বঅলংকারে যুক্ত ত্রিশূল যেতে লাগলো ।

________________________________________________

সিদ্ধান্ত : পরমেশ্বর শিবের ত্রিশূলের নাম হল - বিজয়

________________________________________________

শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে  🚩

 হর হর মহাদেব 🚩 

লেখনীতে : শ্রী নন্দীনাথ শৈব আচার্য গুরুদেব জী 

কপিরাইট ও প্রচারে : International Shiva Shakti Gyan Tirtha - ISSGT (Shivalaya)





মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ