ভস্ম তৈরীর সংক্ষিপ্ত বিধি (শৈব আগমোক্ত)

 


এই প্রথমবার বাংলাতে ISSGT (International Shiva Shakti Gyan Tirtha) – এর পক্ষ থেকে শৈব আগমশাস্ত্র থেকে পবিত্র ভস্ম তৈরী করার সংক্ষিপ্ত পদ্ধতি প্রকাশিত হল। এটি শ্রী রোহিত কুমার চৌধুরী শৈবজী সংগ্রহ করেছেন তথা লেখনীতেও তার‌ই অতি পরিশ্রম বিদ্যমান। সম্পাদনা করেছেন শ্রী কৌশিক রায় শৈবজী ।


(যাদের কাছে সময় অত্যন্ত কম রয়েছে এই ভস্ম তৈরীর সংক্ষিপ্ত পদ্ধতি টি শুধুমাত্র তাদের জন্য)


✴️এছাড়া যারা বৃহৎ পদ্ধতিটি অনুসরণ করতে চান, তারা নিম্নোক্ত এই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন 👉ভস্ম তৈরীর বৃহৎ পদ্ধতি (শৈব আগমোক্ত)


🟥🟥🟥 ভস্ম তৈরীর পদ্ধতি 🟥🟥🟥


১. চন্দ্রজ্ঞান আগম মতে প্রথমে গোময় গ্রহণ করার বা সংগ্রহ করার সময় বামদেব মন্ত্র উচ্চারণ করতে হবে ।


✅বামদেব মন্ত্র –


👉বৈদিক – ॐ বামদেবায় নমো জ্যেষ্ঠায় নমঃ শ্রেষ্ঠায় নমো রুদ্রায় নমঃ কালায় নমঃ কলবিকরণায় নমো বলবিকরণায় নমো বলায় নমো বলপ্রমথনায় নমঃ সর্বভূতদমনায় নমো মনোন্মনায় নমঃ ॥


👉শৈব আগমোক্ত – ॐ হিং বামদেবগুহ্যায় নমঃ ॥


অথবা পূর্বকামিকাগম মতে কেউ যদি চায় তো সে সদ্যোজাত মন্ত্র উচ্চারণ করতে করতেও পদ্মপাতায় গোময় সংগ্রহ করতে পারে ।


✅সদ্যোজাত মন্ত্র –


👉বৈদিক – ॐ সদ্যোজাতং প্রপদ্যামি সদ্যোজাতায় বৈ নমো নমঃ ।

ভবে ভবে নাতিভবে ভবস্ব মাম্ ।

ভবোদ্ভবায় নমঃ ॥


👉শৈব আগমোক্ত – ॐ হং সদ্যোজাতমূৰ্তয়ে নমঃ ॥


২. তারপর সেটিকে শুদ্ধ করতে সদ্যোজাত মন্ত্র উচ্চারণ করতে হবে।


✅সদ্যোজাত মন্ত্র –


👉বৈদিক – ॐ সদ্যোজাতং প্রপদ্যামি সদ্যোজাতায় বৈ নমো নমঃ ।

ভবে ভবে নাতিভবে ভবস্ব মাম্ ।

ভবোদ্ভবায় নমঃ ॥


👉শৈব আগমোক্ত – ॐ হং সদ্যোজাতমূৰ্তয়ে নমঃ ॥


৩. তারপরে সে সেই গোবরকে গোল গোল পিণ্ডের আকারে ভাগ করতে হবে বামদেব মন্ত্র উচ্চারণ করতে করতে। (পূর্বকামিকাগম)


৪. তারপর তা দিয়ে পিণ্ড বানিয়ে সেটিকে আগুনে দিতে হবে। চন্দ্রজ্ঞান আগম মতে, অগ্নিতে গোময় পিণ্ড দানের মন্ত্র হল – তৎপুরুষ মন্ত্র


✅তৎপুরুষ মন্ত্র –


👉বৈদিক – ॐ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ॥


👉শৈব আগমোক্ত – ॐ হেং তৎপুরুষবক্ত্রায় নমঃ ॥


৫. তারপরে কামিকাগম মতে সে সেই পিণ্ডগুলিকে শিবাগ্নিতে দগ্ধ করতে হবে অঘোর মন্ত্র পাঠ পূর্বক ।


✅অঘোর (বহুরূপ) মন্ত্র –


👉বৈদিক – ॐ অঘোরেভ্যো অথ ঘোরেভ্যো ঘোরঘোরতরেভ্যঃ । সর্বেভ্যঃ সর্ব শর্বেভ্যো নমস্তে অস্তু রুদ্ররূপেভ্যঃ ॥


👉শৈব আগমোক্ত – ॐ হুং অঘোর হৃদয়ায় নমঃ ॥


৬. তারপর সেই অগ্নি থেকে তৎপুরুষ মন্ত্র উচ্চারণ পূর্বক সেই গোময়ের ভস্ম সংগ্রহ করতে হবে।নির্দেশ প্রদানে চন্দ্রজ্ঞান আগম।


✅তৎপুরুষ মন্ত্র –


👉বৈদিক – ॐ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ॥


👉শৈব আগমোক্ত – ॐ হেং তৎপুরুষবক্ত্রায় নমঃ ॥


৭. তারপর কেউ চাইলে নিজ দেহে সেই পবিত্র ভস্ম মাখতে পারে (ভস্ম স্নান ও উড্ডলন)। এক্ষেত্রে ঈশান মন্ত্রোচ্চারণ করতে হবে। (চন্দ্রজ্ঞান আগমোক্ত)


✅ঈশান মন্ত্র –


👉 বৈদিক – ॐ ঈশানঃ সর্ববিদ্যানাং ঈশ্বরঃ সর্বভূতানাং ব্রহ্মাধিপতির্ব্রহ্মণোঽধিপতির্ব্রহ্মা শিবো মে অস্তু সদাশিবোম্ ॥


👉শৈব আগমোক্ত – ॐ হোং ঈশানমূৰ্ধায় নমঃ ॥


॥ সমাপ্ত ॥


🚩প্রচারে – International Shiva Shakti Gyan Tirtha – ISSGT 


© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত