রুদ্রাক্ষ জপমালা শোধন পদ্ধতি

 


সবার প্রথমেই বলি রুদ্রাক্ষ ধারণ মালা এবং রুদ্রাক্ষ জপ মালা দুটিই আলাদা হয়।

রুদ্রাক্ষ ধারণ মালা গলায়, হাতে, মস্তকে বা দেহের অনান্য ধারণ করা হয় শৈবঅলংকার হিসেবে। 

রুদ্রাক্ষ জপমালা সর্বদা শুধুমাত্র হাতের আঙুলের দ্বারা মন্ত্র জপের কাজে ব্যবহার করতে হয়। 


তাই কখনোই রুদ্রাক্ষের জপমালা কে দেহে ধারণ করবেন না, অথবা রুদ্রাক্ষ ধারণকার্যে ব্যবহৃত মালাকে কখনোই জপের কার্যে ব্যবহার করবেন না।


শিবমন্ত্র জপ করতে একটি রুদ্রাক্ষ জপমালার প্রয়োজন হয়, কিন্তু যদি জপমালাটি শোধন না করা হয় তবে জপ করে তা ফলদায়ী হয় না।
তাই শোধন করা আবশ্যক ।

শোধনের জন্য উপকরণ

১)  দূর্বা ও কিছুটা আঁতপচাল,
২) জপের রুদ্রাক্ষ মালা,
৩) ধূপকাঠি,
৪) একটি কাপড় বা গোমুখী থলে(জপের রুদ্রাক্ষমালাটি সুরক্ষিত রাখার নিমিত্তে),
৫) লাল বর্ণের পুষ্প - (লাল জবা ইত্যাদি),
৬) অশ্বত্থ গাছের কাচা পাতা - ৯টি,
৭) থালা - ১টি,
৮) চন্দন, অগুরু ও কর্পূরের মিশ্রণ,
৯) পঞ্চগব্য (দই, দুধ, ঘি, গোবর ও গোমুত্রের মিশ্রণ)।

শোধন করার আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র সহিত ত্রিপুণ্ড্র ও রুদ্রাক্ষ ধারণ  করে ও নিত্যদিনের মতো শিবারাধনা পূজা সম্পন্ন করে তারপর রুদ্রাক্ষ শোধন করবেন।


শোধনের পদ্ধতি

🟥একটি থালার উপরে ৯টি অশ্বত্থপাতা পদ্মাকারে সাজিয়ে নেবেন, তার উপরে জপের জন্য নেওয়া রুদ্রাক্ষ মালাটি ওই পত্র আসনে স্থাপন করুন 

"ॐ নমঃ শিবায়" উচ্চারণ করে

🟦এবার  মালাটিকে পঞ্চগব্য দ্বারা ধৌত করুন নিম্নোক্ত মন্ত্রটি জপ করতে করতে -

ॐ সদ্যোজাতং প্রপদ্যামি সদ্যোজাতায় বৈ নমো নমঃ।

ভবে ভবেনাতি ভবে ভবস্ব মাং ভবোদ্ভবায় নমঃ ॥

🟥এবার মালাটির উপরে চন্দন, অগুরু ও কর্পূরের মিশ্রণ লেপন করুন নিচের মন্ত্র পাঠ করতে করতে -

ॐ বামদেবায় নমো জ্যেষ্ঠায় নমঃ শ্রেষ্ঠায় নমো রুদ্রায় নমঃ কালায় নমঃ কলবিকরণায় নমো বলবিকরণায় নমো বলায় নমো বলপ্রমথনায় নমঃ সর্বভূত দমনায় নমো মনোন্মনায় নমঃ ॥১৮

🟦এরপর ধূপ ধরিয়ে জপ মালাটির সামনে আরতি করুন,
নিম্নোক্ত এই মন্ত্র পাঠ করতে করতে -

ॐ অঘোরেভ্যোঽথ ঘোরেভ্যো ঘোরঘোরতরেভ্যঃ সর্বেভ্যঃ সর্বশর্বেভ্যো নমস্তে অস্তু রুদ্ররূপেভ্যঃ ॥


🟥এরপর জপমালাটির উপরে চন্দন, অগুরু ও কর্পূরের মিশ্রণটি লেপন করুন নীচের মন্ত্র টি পাঠ করতে করতে -

ॐ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি ।

 তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ॥


🟦এবার রুদ্রাক্ষের জপমালার প্রতেকটি রুদ্রাক্ষকে একবার করে ডানহাতের তর্জনী আঙ্গুল দিয়ে স্পর্শ করে নিম্নলিখিত মন্ত্র পাঠ করে অভিমন্ত্রিত করবেন  (১টি রুদ্রাক্ষ কে ১বার করে স্পর্শ করে ১বার সম্পূর্ণ মন্ত্রটি পাঠ করবেন, পুনরায় এইভাবে ঐ মালার মধ্যে থাকা সমস্ত রুদ্রাক্ষ গুলিকে অভিমন্ত্রিত করবেন,
মন্ত্র  -

ॐ ঈশানঃ সর্ববিদ্যানাং ঈশ্বরঃ সর্বভূতানাং ব্রহ্মাধিপতির্ব্রহ্মণোঽধিপতির্ব্রহ্মা শিবো মে অস্তু সদাশিবোম্ ॥


🟥জপ মালাটিকে আগের স্থানে রেখে দিন। এবার পরমেশ্বর শিবকে আহ্বান করুন হাতে আবাহনী মুদ্রা ধারণ করে আহ্বান মন্ত্র পাঠ করে -

 এখানে ক্লিক করে দেখুন 👉 আহ্বান মন্ত্র




🟦এবার জপমালাতে প্রাণপ্রতিষ্ঠা করতে হবে।
জপমালার উপরে সামান্য দূর্বা ও আতপ চাল ছিটিয়ে দিন।
অতঃপর ডান হাতে লেলিহা মুদ্রা দ্বারা মালা স্পর্শ করে উচ্চারণ করুন -



ॐ আং হ্রীং ক্রোং যং রং লং বং শং ষং সং হৌঃ হং সঃ রুদ্র দেবতায়াঃ প্ৰাণা ইহ প্ৰাণাঃ।

ॐ আং হ্রীং ক্রোং যং রং লং বং শং ষং সং হৌং হং সঃ রুদ্র দেবতায়াঃ জীব ইহ স্থিতঃ।

ॐ আং হ্রীং ক্রোং যং রং লং বং শং ষং সং হৌং হং সঃ রুদ্র দেবতায়াঃ সৰ্ব্বেন্দ্ৰিয়াণি।

ॐ আং হ্রীং ক্রোং যং রং লং বং শং যং সং হৌং হং সঃ রুদ্র দেবতায়াঃ বাক্য মন চক্ষু স্ত্বক শ্রোত্র ঘ্রাণ প্রাণা ইহাগত্য সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা।

ॐ মনোজূতি জুৰ্ষতামাজ্যস্য বৃহস্পতির যজ্ঞমিমং তনোতু।
অরিষ্টং যজ্ঞং সমিমং দধাতু বিশ্বদেবাস ইহ মাদয়ন্তামোম প্রতিষ্ঠ।
অস্মৈ প্ৰাণাঃ প্রতিষ্ঠন্তু অস্মৈ প্ৰাণাঃ ক্ষরন্তু চ। অস্মৈ দেবত্বসংখ্যায়ৈ স্বাহা।


🟥এবার লাল বর্ণের পুষ্প দ্বারা জপমালা পূজা করতে হবে। এরজন্য নিম্নোক্ত মন্ত্রটি ৭ বার পাঠ করুন এবং জপমালার উপরে একটি একটি করে ৭বার লাল বর্ণের পুষ্প প্রদান করুন -

হ্রীং মালে মালে মহামালে সৰ্ব্বতত্ত্ব স্বরূপিণী ।
চতুর বর্গস্তবয়ি ন্যস্ত স্তস্মানেম সিদ্ধিদাভব ॥


🟦এবার এই জপমালাতেই সেইদিনেই ১০৮×২ = ২১৬ বার, একাক্ষর 'হৌং' বা ষড়াক্ষর ॐ নমঃ শিবায় মন্ত্র জপ করে জপমালাটিকে শিব মন্ত্রে অভিষিক্ত করে নিন।


🟥এবার জপমালাটিকে একটি কাপড়ে জড়িয়ে বা একটি গোমুখী থলের ভেতর ভরে, নিম্নলিখিত মন্ত্রটি পাঠ করে তুলে রেখে দেবেন -

ॐ ত্বং মালে সৰ্ব্বদেবানাং সৰ্ব্বসিদ্ধি প্রদামতা ।
তেন সত্যেন মে সিদ্ধিং দেহি মাতৰ্নমোস্তুতে ॥


[বিঃ দ্রঃ - শিবমন্ত্রে জপমালাটি অভিষিক্ত করার পর ঐ জপমালায় শিবমন্ত্র ব্যতীত অন্য কোন মন্ত্র জপ করবেন না! কারণ মালাটি শুধুমাত্র শিবমন্ত্র জপের জন্য‌ই শোধিত হয়েছে। আপনি এই জপমালাতে পরমেশ্বর শিবের যে কোনো আগমোক্ত-তান্ত্রিক মন্ত্র, বৈদিক মন্ত্র, শাবর মন্ত্র অথবা আপনার গুরুপ্রদত্ত শিবমন্ত্র জপ করতে পারেন]


এছাড়া আরো দেখুন 👇

রুদ্রাক্ষ ধারণ মালা শোধন পদ্ধতি


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত