Shivgyan (শিবজ্ঞান)

 পরমেশ্বর শিবের শ্রীমুখকমল নিঃসৃত পরম পবিত্র বানী :  

॥ পুরাণ শাস্ত্রোক্ত শিবজ্ঞান ॥

  1. প্রভু শিব জন্ম-মৃত্যুহীন, কিন্তু ব্রহ্মা বিষ্ণু তথা অন্য সকলেই জন্ম মৃত্যুর অধীন
  2. মহাপাপী ব্যক্তি কারা ?  
  3. শিব নামে পাপ হরণ
  4. সহস্র চন্দ্রায়ন তথা প্রজাপত্য ব্রত থেকে শিবভক্তি শ্রেষ্ঠ
  5. মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য কী ?
  6. দেবতা, অসুর ও মনুষ্য সকলেই হলেন পরমেশ্বর শিবের পশু 
  7. ভস্ম দ্বারা অমঙ্গল থেকে রক্ষা পাওয়া যায়
  8. ভস্ম দ্বারা ত্রিপুণ্ড্র ধারণ করলে সমস্ত পাপ ক্ষয় হয় 
  9. শিবভক্তি প্রাপ্ত করার সাধন সমূহ কোনগুলি ?
  10. শিবভক্তি দ্বারাই দেবপদ প্রাপ্ত করা সম্ভব 
  11. পুরাণের প্রকাশক স্বয়ং পরমাত্মা শিব, ব্যাসদেব পুরাণের রচয়িতা নন 
  12. শ্রীবিষ্ণু সকল গুণ লাভ করেছেন পরমেশ্বর শিবের কৃপায় 
  13. সমস্ত শুভ কার্যে ত্রিপুণ্ড্র ধারণ করা উচিত
  14. শিবের ইচ্ছা ছাড়া তার ভক্তের অনিষ্ট কেউ করতে পারে না 
  15. সহস্র চন্দ্রায়ন তথা প্রজাপত্য ব্রত থেকে শিবভক্তি শ্রেষ্ঠ


॥ Parvati Mahatmya (পার্বতী মাহাত্ম্য) ॥

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত